আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

শ্রমিক নেতা বাদশা কে পরিকল্পিত হত্যা চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে আসামীদের গ্রেফতার ও দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকরা।
আজ সকালে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসুচি পালিত হয়।

মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জামিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও জেলার সকল শ্রমিক সংগঠনের নেতা কর্মিরা।।
এ সময় বক্তারা হামলাকারী আসামিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।


অন্যথায় তারা পরিবহন ধর্মঘট সহ কঠোর আন্দোলনের ঘোষনা দিবে বলে জানান। মানববন্ধন চলাকালিন সকল রুটের বাস চলাচল বন্ধ ছিল।

উল্যেখ্য গত ১৮ অক্টোবর সন্ধ্যায় বাস টার্মিনালে কতিপয় অবৈধ মালিক গ্রুপ কর্তৃক এই হামলার শিকার হন সভাপতি বাদশা, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...