আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

জুম বাংলাদেশ স্কুল  পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধা পৌরসভার ২নং ওয়ার্ডে জুম বাংলাদেশ স্কুল গাইবান্ধা অবস্থিত,
আজ ২ নভেম্বর সকালে  জুম বাংলাদেশ স্কুল গাইবান্ধা শাখা পরিদর্শন করেন , সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শিরীন সুলতানা । পরিদর্শন কালে জুম বাংলাদেশ স্কুল গাইবান্ধা শাখায় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলার সমাজ সেবা অফিসার জনাব মোঃ নাসির উদ্দিন শাহ, জনাব মোঃ মাহাবুব হোসেন লিটন সহ  জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার প্রাধান পৃষ্ঠপোষক জনাব রাজিব সরকার। পরে সচিব লাইব্রেরি,ও বিদ্যালয় চত্বর পরিদর্শন কররেন এবং  সহকারী শিক্ষকদের সাথে পরিচিতি হয়ে মত বিনিময় করেন। সচিব অত্র বিদ্যালয়ের সৌন্দর্যতা দেখে মুগ্ধ হন পাশাপাশি পরমর্শ প্রদান করে বলেন ছেলে মেয়েদের অল্প বয়সে বিবাহ দেয়া যাবেনা, সন্তানদের নিয়োমিত বিদ্যালয়ে পাঠাতে হবে যাতে করে সন্তান’রা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, এবং আপনাদের সন্তানদের দিকে কঠোর ভাবে নজরদারি করবেন যাতে তারা কখনোই মাদক আসক্ত হয়ে না পড়ে। ছেলে মেয়েদের যে কোনো সমস্যা দেখা দিলে উপজেলা সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করবে,অত্র বিদ্যালয়ের দায়িত্ববানদের নিকট বলার জন্য নির্দেশ দেন এবং সকল ধরনের পরামর্শ প্রদান করেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সম্মত খাবার বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শিরীন সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...