
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে কাস্তে,গামছা ও মাথাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মাগুরা সদর উপজেলার নালিয়ারডাংগী গ্রামে প্রতিবন্ধী কৃষক আক্কাস খানের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ উপস্থিত থেকে ১শ কৃষকের মধ্যে এই কৃষি সরঞ্জামাদি বিতরণ করেন। এ সময় দরিদ্র কৃষকদের মধ্যে একটি মাথাল, একটি কাস্তে ও একটি গামছা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ মাগুরার উপ-পরিচালক ডক্টর ইয়াসিন আলী, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির সহ অন্যান্যরা।