আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং

ইভিএম এর ত্রুটি দেখাতে পারলে,পদত্যাগ করবে ইসি মো. আলমগীর

গণউত্তরণ ডেক্স: ইভিএম এর ত্রুটি দেখাতে পারলে,পদত্যাগ করবে বলে জানিয়েছেন  ইসি মো. আলমগীর।

রাজনৈতিক নেতাদের বলেছিলাম আইটি এক্সপার্ট নিয়ে আসবেন। যদি প্রমাণ করতে পারেন ইভিএমে দোষ আছে, ত্রুটি আছে। তাহলে ইভিএম তো বাদ যাবে যাবেই তার সাথে আমরাও এ কমিশন পদত্যাগ করে সবাই চলে যাবো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে ষষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে সাধারণ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন কিন্তু তাদের আইটি এক্সপার্ট নিয়ে আসেন নি। এসে দেখি রাজনৈতিক বক্তব্য দেয়। আমরা যখন প্রশ্ন করি আপনারা আইটি এক্সপার্ট আনেন নি কেনো? তখন তারা উত্তর দেয় শুনেন ইভিএম এ আসলে কারচুপি করা যায় না। কিন্তু আমরা তো রাজনীতি করি। এজন্য অনেক সময় এরকম বলতে হয়।

মো. আলমগীর আরো বলেন, কোনো মন্ত্রী, এমপি বা সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত বড় কর্মকর্তার আত্মীয়-স্বজন প্রার্থী হলে তারা তাদের পক্ষে প্রচার চালাতে পারবেন না বা পক্ষ অবলম্বন করতে পারবেন না। এ বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। তারপরও তারা এ কাজ করলে প্রার্থীর যেমন প্রার্থিতা বাতিল হবে, ঠিক একইভাবে ওই মন্ত্রী, এমপি বা কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দিন আহমেদ সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম,ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...