আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুর গড়ের পুকুরে পানিতে ডুবে তৌফিক হোসেন নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তৌফিক হোসেন মেহেরপুর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের নতুনপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে ও মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

রবিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর গড়ের পুকুরে সহপাঠীদের সাথে গোসল করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বন্ধুদের সাথে মেহেরপুর গড় পুকুরে গোসল করতে এসে সে পানিতে লাফ দেয়। এর পরে পানির নিচে তলিয়ে যেয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় এলাকাবাসী ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম  ঘন্টা খানেক পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সউদ কবীর তার মৃত্যু নিশ্চিত করেন।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শমিীম রেজা বলেন, মেহেরপুর গরের পুকুরে শিশু ডুবে গেছে সংবাদ পাওয়ার সাথে সাথে আমদের টিম নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়। তৎক্ষনিক আমাদেও ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে শিশুটির অনুসন্ধানে নেমে পরে। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালানোর পর আমরা শিশুটির নিথর দেহ উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ করি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...