
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ট্রাকের চাপায় গম ব্যবসায়ী নিহত। আহত এক।
আজ বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের খোলাবাড়ি বাজারে এই দূর্ঘটনা ঘটে। ডাম্প ট্রাকটির চাপায় গম ব্যবসায়ী মওলা মিয়া নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।
বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জানান, রবিবার বিকেলে গাইবান্ধা থেকে গম ক্রয় করে অটোরিক্সা যোগে সাদুল্লাপুরে যাচ্ছিলেন গম ব্যবসায়ী মওলা মিয়া। এসময় গাইবান্ধা শহর থেকে ছেড়ে আসা খালি ডাম্প ট্রাকটি পিছন দিক দিয়ে গম বোঝাই অটো রিক্সাটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় অটোরিক্সাটি উল্টে গেলে উপরে থাকা মওলা মিয়া ছিটকে রাস্তার উপর পড়ে যান। এসময় ওই ট্রাকের পিছন চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মওলা মিয়া মারা যান। এঘটনায় আহত অটোচালককে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী ডামট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
নিহত মওলা সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের মৃত আকবর আলী ছেলে।