র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ সনাক্তকরণ, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। র্যাব শুরু থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণকারী, অবৈধ অস্ত্র উদ্ধার, দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার, অশ্লীলতা, অনৈতিক কার্যকলাপ ও সামাজিক মুল্যবোধের অবক্ষয় রোধে সার্বক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধায় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন পৌরসভার সার্কুলার রোডস্থ মায়া সিনেমা হলের পার্শ্বে আসামীদের নিজ নিজভিডিও ডাউনলোডের দোকানে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংক্রান্ত কাজে ব্যবহৃত ০৬টি মনিটর, ০৬টি সিপিইউ যার মধ্যে ১৪টি হার্ডডিক্স, ০৯টি র্যাম, ০২টি এসএসডি, ০৫টি ডিভিডি রম, ০৩টি পোর্ট্যাবল হার্ডডিক্স ০১টি মেমোরীকার্ড সহ ১। মোঃ তাওহিদ (১৯), পিতা- মোঃ সাজুমিয়া, সাং-উত্তর হরিণসিংহা, ২। প্রশান্ত বিশ্বাস (২৫), মৃত-হরিচরন বিশ্বাস, সাং-মহুরীপাড়া, ৩। মোঃ ছোটন আনছারী (২৮), পিতা-মৃত হাবিল আনছারী, সাং-পূব কোমরনই জুম্মাপাড়া, ৪। শ্রী ডলার দাস (২৫), পিতা- মৃত যতিন্দ্রনাথ দাস, সাং-পূর্ব মধ্য ফলিয়া, ৫। মোঃ লায়েস চৌধুরী (১৯), পিতা-শাজাহান, সাং- ছাটপশ্চিম কোমরনই, ৬। মোঃ শিথিল (১৯), পিতা-মৃত শাজাহান মিয়া, সাং- সরকারপাড়া, সর্ব- থানা ও জেলা- গাইবান্ধাদেরকে আটক করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদেরকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।