আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বাবুল হত্যার দ্রুত বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় দুই বছর আগে বাবুল সরকার নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আসামীদের বিরুদ্ধে চার্জসীট না দেয়া এবং দ্রুত বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নিহত ব্যক্তির পরিবার। রোববার সকালে উপজেলার কামদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামে নিজ বাড়ীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত বাবুল সরকারের বড় ভাই আব্দুল বাছেত সরকার।
লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুর রউফ চৌধুরী ওরফে রায়হান চৌধুরীর পুত্র হাসানুজ্জামান চৌধুরী ও মোবাশ্বের জামান চৌধুরী মিম সঙ্গীয় সন্ত্রাসী ব্যক্তিদের নিয়ে গত ২০১৮ সালের ৩০ মার্চ তারিখে আমার ভাই বাবলু সরকারকে মারপিট করে গুরুতর আহত করে। এ অবস্থায় পরদিন ৩১ মার্চ চিকিৎধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ কবরেন। এর পর আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে মামলার তদন্তভার সিআইডির উপর ন্যাস্ত হয়। দীর্ঘদিনেও সিআইডি মামলার কোন চার্জসীট দাখিল না করায় আসামীরা মামলা তুলে নিতে বাদীকে নানা ধরণের হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ কারণে আমরা সকলে চরম নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান তিনি।
জয় কুমার গাইবান্ধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...