
সাদুল্যাপুর প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মাহিদুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার পরামর্শ মোতাবেক ও সাদুল্লাপুর উপজেলা কর্ম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এরশাদুল হক ইমন এবং সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিদুল ইসলামকে সংগঠন থেকে অপসারণ করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের আদর্শ ও নিয়মনীতি লঙ্ঘনের কারণেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই বহিষ্কারাদেশ সাদুল্লাপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, এ সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে সংগঠনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে।