গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা-২০১৯ ইং শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টার দিকে ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দোয়া উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এসময় বক্তৃতা দেন প্রধান শিক্ষক মোঃএস এম শফিকসহ সহকারী শিক্ষকবৃন্দ মোঃশহিদুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম,মোছাঃশিল্পী বেগম,মোছাঃসুফিয়া বেগম।উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন কোচিং শাখার শিক্ষক মোঃজাহাঙ্গীর আলম,সত্যজিৎ চন্দ্র প্রমুখ ।
জানা যায়, এবারের পরিক্ষায় মোট ২৭ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করবে।এরপরে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরন বিতরন করা হয়। স্কুল সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।