
গাইবান্ধায় অভিযান চালিয়ে আল শাহরিয়া রোকন (৩২) নামে এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার শাহরিয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল’র আঞ্চলিক নায়ক সমমর্যাদার সক্রিয় সদস্য ছিলেন বলে জানান র্যাব। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্তুজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (১১ নভেম্বর) রাতে গাইবান্ধা সদর উপজেলার এলিসা সুপার মার্কেটে অভিযান চালায় র্যাব। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল’র আঞ্চলিক নায়ক আল শাহরিয়া রোকনকে গ্রেফতার করে।
গ্রেফতার শাহরিয়া গাইবান্ধার কূপতলা এলাকার তৈয়ব আলীর ছেলে। তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শাহরিয়া রোকন ২০০১ সাল থেকে জঙ্গি সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এছাড়া তিনি নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতেন। গ্রেফতার শাহরিয়া রোকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।