আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

রোগী রেখে পালানোর সময় চিকিৎসক সহ আটক ২

 পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।  পরে অপারেশন টেবিলে রোগীকে রেখে পালানোর সময় চিকিৎসক সহ দুজনকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন রোগীর স্বজন ও ক্ষুব্ধ জনতা।

মৃত তাছলিমা খাতুন চাটমোহর উপজেলার বোথড় গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। আটক ডাক্তার (সার্জন)সাদ্দাম হোসেন নীরব নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা। আটককৃত  অপরজন  ডাক্তারের    সহকারী আসাদুজ্জামান। তবে ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু কৌশলে পালিয়ে যান। জানা যায়, গত সোমবার তাছলিমা খাতুনের প্রসব বেদনা উঠলে সিজারিয়ান অপারেশনের জন্য স্বজনরা তাকে উপজেলার ‘চাটমোহর ইসলামিক হাসপাতাল’ নামের ওই ক্লিনিকে ভর্তি করে। রাত সাড়ে ৮টার দিকে ডা. সাদ্দাম হোসেন নীরব, তার সহকারী আসাদুজ্জামান, ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু ও দুজন নার্স মিলে অস্ত্রোপচার করেন এবং একটি কন্যাসন্তান জন্ম হয়। এ সময় রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অবস্থা বেগতিক দেখে ডাক্তার ও তার সহকারী পালানোর চেষ্টা করেন। পরে রোগীর স্বজন ও স্থানীয় জনতা তাদের আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...