
চ্রগ্রামে পাথরঘাটা এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশু সহ ৫ জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দেয়া ধসে পড়া এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভবনের একাংশ ভেঙে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।