সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধূকে হত্যা করে স্বামী শাশুড়ী জাসহ চম্পট :

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ২২২ বার পড়া হয়েছে

শশুর আটক গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার সিঁধনগ্রাম থে‌কে এক সন্তানের জননী বিউটি বেগম না‌মের এক গৃহবধুর লাশ আজ ১৯ নভেম্বর মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহত গৃহবধূর স্বামী সিধঁন গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে মামুন মিয়া, তার মা ও ভাই, ভাই বউ এবং নিহত গৃহবধূর এক বছর বয়সি শিশু সন্তান কে নিয়ে পালিয়েছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত গৃহবধূকে বাড়ীর উঠানে মাদুরীতে শোয়ানো অবস্থায় আত্মী স্বজনেরা আহাজারি করছে । গৃহবধূর মরদেহ বিভিন্ন অংশে রক্ত জমাট আঘাতের চিহৃ দৃশ্যমান হওয়ায় সকলের ধারণা এটি হত্যা। নিহত গৃহবধূর পরিবারের দাবী গতকাল গৃহবধূর পিতার সামাদের নুনিয়াগাড়ী গ্রামের বসতবাড়ী হতে নিজ বসত বাড়ীতে নিয়ে আসে গৃহবধূর স্বামী মামুন মিয়া।

আজ গৃহবধূর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী মামুন মিয়াসহ পরিবারের লোকজন। স্থানীয়দের ধারণা স্বামী মামুন মিয়া ও তার ভাই বউয়ের পরকীয় বলি হলো গৃহবধূ বিউটি বেগম। নিহত গৃহবধূর পিতার পরিবারের দাবী হত্যা করে পালিয়েছে মামুন মিয়া ও তার পরিবার। এদিকে নিহত গৃহবধূর স্বামীর বাড়ীর প্রতিবেশী শফিরুল নামে একপ্রতিবেশী এ ঘটনাটি আত্মহত্যা করেছে মর্মে দাবী করলে উত্তেজিত জনতা শাফিরুল কে গণধোলাই দেওয়া শুরু করলে পরে শাফিরুল কে স্বামী মামুনের সহযোগী হিসাবে দাবী করে উত্তেজিত জনতা।

পরে উপস্থিত পুলিশ সদস্যরা শাফিরুল কে গণধোলাইয়ের হাত থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর আ:মজিদ সরকার কে আটক করে পুলিশ। শশুর কে আটকের খবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।

জনপ্রিয়

বছরের প্রথম কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড কুড়িগ্রাম

গৃহবধূকে হত্যা করে স্বামী শাশুড়ী জাসহ চম্পট :

প্রকাশের সময়: ০১:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯

শশুর আটক গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার সিঁধনগ্রাম থে‌কে এক সন্তানের জননী বিউটি বেগম না‌মের এক গৃহবধুর লাশ আজ ১৯ নভেম্বর মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহত গৃহবধূর স্বামী সিধঁন গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে মামুন মিয়া, তার মা ও ভাই, ভাই বউ এবং নিহত গৃহবধূর এক বছর বয়সি শিশু সন্তান কে নিয়ে পালিয়েছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত গৃহবধূকে বাড়ীর উঠানে মাদুরীতে শোয়ানো অবস্থায় আত্মী স্বজনেরা আহাজারি করছে । গৃহবধূর মরদেহ বিভিন্ন অংশে রক্ত জমাট আঘাতের চিহৃ দৃশ্যমান হওয়ায় সকলের ধারণা এটি হত্যা। নিহত গৃহবধূর পরিবারের দাবী গতকাল গৃহবধূর পিতার সামাদের নুনিয়াগাড়ী গ্রামের বসতবাড়ী হতে নিজ বসত বাড়ীতে নিয়ে আসে গৃহবধূর স্বামী মামুন মিয়া।

আজ গৃহবধূর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী মামুন মিয়াসহ পরিবারের লোকজন। স্থানীয়দের ধারণা স্বামী মামুন মিয়া ও তার ভাই বউয়ের পরকীয় বলি হলো গৃহবধূ বিউটি বেগম। নিহত গৃহবধূর পিতার পরিবারের দাবী হত্যা করে পালিয়েছে মামুন মিয়া ও তার পরিবার। এদিকে নিহত গৃহবধূর স্বামীর বাড়ীর প্রতিবেশী শফিরুল নামে একপ্রতিবেশী এ ঘটনাটি আত্মহত্যা করেছে মর্মে দাবী করলে উত্তেজিত জনতা শাফিরুল কে গণধোলাই দেওয়া শুরু করলে পরে শাফিরুল কে স্বামী মামুনের সহযোগী হিসাবে দাবী করে উত্তেজিত জনতা।

পরে উপস্থিত পুলিশ সদস্যরা শাফিরুল কে গণধোলাইয়ের হাত থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর আ:মজিদ সরকার কে আটক করে পুলিশ। শশুর কে আটকের খবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।