
নিজস্ব প্রতিবেদক : মেয়াদ উত্তীর্ণ মৎস্য খাদ্য ও প্রজনন মৌসুমে ইলিশ মাছ বিক্রি বন্ধে গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরের পুরাতন বাজার, নতুন বাজার, হকার্স মার্কেটসহ বিভিন্ন মাছ বাজারে অভিযান চালিয়ে ইলিশ মাছ পাওয়া না গেলেও পূর্ব পাড়াস্থ মেসার্স পামেল ট্রেডার্সে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ মৎস্য খাদ্য পাওয়া যায়। এসময় ওই প্রতিষ্ঠানের ৫হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জীসহ পুলিশ সদস্য। মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী জানান, সরকারি ঘোষণা অনুযায়ি ইলিশের প্রজনন মৌসুমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।