আজ ২৫ নবেম্বর, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিমকোমরনই দশানী গ্রামে আব্দুস সাত্তার মিয়ার ছেলে আপেল মাহমুদের বাড়ি সংলগ্ন অর্ধ শতক জমি সন্ত্রাসী কায়দায় জবর দখলের দীর্ঘদিন যাবত অপচেষ্টা চালিয়ে আসছে প্রতিবেশী মাহাবুর রহমানসহ তার সহযোগীরা।
অভিযোগ সুত্রে জানা গেছে, এই ঘটনার জের ধরে রোববার বিকেলে একই গ্রামের আবুল কালাম ফন্দুয়ার ছেলে উক্ত মাহাবুর রহমান ও তার পিতা আবুল কালাম ফন্দুয়া, কছিম উদ্দিনের ছেলে আল আমিন, রুহুল আমিন, ফন্দুয়ার স্ত্রী মালেকা বেগমসহ অন্যান্য সন্ত্রাসীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রসহ উক্ত জমি জবর দখল করার অপচেষ্টা চালায়।
এতে বাধা দিলে উক্ত সন্ত্রাসীরা তাদের বেধরক মারপিট করে এবং গলাটিপে ধরে তাদের হত্যার চেষ্টা চালায়। এতে এক মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতরা হলো- আপেল মাহমুদের বড় ভাই জাহাঙ্গীর আলম, পলাশ মিয়া, ভাগ্নে মামুন এবং ভাবী রূপা আকতার। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
অভিযোগে আরও জানা গেছে, এই সময় উক্ত সন্ত্রাসীরা আপেল মাহমুদের ভাবী রূপা আকতারের শ্লীলতাহানির চেষ্টা করে এবং তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া জাহাঙ্গীর আলমের পকেট থেকে একটি স্যামস্যাম মোবাইলও ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
এব্যাপারে গাইবান্ধা সদর থানায় আপেল মাহমুদ বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করেনি। ফলে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং হত্যা, মারপিট, মিথ্যা মামলায় জড়ানোসহ তাদের নানাভাবে হুমকি প্রদান করছে।