দিনাজপুরের বিরামপুরে এক হাজার দুই বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোকারম হোসেন নামের একজনকে আটক করেছে র্যাব। মোকারম হোসেন হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের জয়মুদ্দিন হোসেনের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুরের কোম্পানী অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর রাতে বিরামপুর উপজেলার মির্জাপুর মোড়ে অভিযান চালায় র্যাব। এ সময় ১হাজার ২ পিস ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোকারমকে হাতে নাতে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। ফেন্সিডিল গুলো সীমান্ত এলাকা থেকে এনে প্যাকেট করে অধিক লাভের জন্য ঢাকায় পাঠাতো।
আটকৃত মাদক ব্যবসায়ী মোকারম হোসেনকে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা শেষে সংশ্লিষ্ট থানায় সপোর্দ করে।