বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ৩১০ বার পড়া হয়েছে

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের ক্ষমতাসীন দলের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে এমপি লিটন হত্যায় জড়িত প্রধান অভিযুক্ত অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল কাদের খান সহ মোট সাত আসামীকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন।

আজ বেলা সাড়ে এগারটার দিকে কয়েক স্তরের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আসামীদের আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে হাজার হাজার মানুষ আলোচিত এই মামলার রায় শোনার জন্য অপেক্ষায় ছিলেন। যে কোন ধরণের অনাকাংখিত ঘটনা প্রতিরোধে আদালতে চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন ছিল।
এর আগে এই হত্যাকান্ডে জড়িত আসামীদের ফাঁসির দাবীতে আদালতের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোচিত এই মামলায় মোট ৫৯জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন জাতীয় পার্টির সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত কর্ণেল ডা: আব্দুল কাদের খান, তাঁর পিএস শামছুজ্জোহা, গাড়ী চালক হান্নান, ভাতিজা, মেহেদী হাসান, শাহীন, রানা মোট আট জন আসামীর মধ্যে কসাই কসাই বাবুল বিচারাধীন অবস্থায় অসুস্থ হয়ে কারাগারে মৃত্যুবরণ করে এবং আসামী চন্দন কুমার ভারতে পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পিপি শফিকুল ইসলাম শফিক এবং আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট মনজুর মোরশেদ বাবু। রাষ্ট্রপক্ষের আইনজীবি এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। রায় ঘোষণা হওয়ার সাথে সাথে আসামীদের আত্নীয় স্বজন আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বাদীপক্ষের লোকজন উল্লাস প্রকাশ করেন।

আসামী পক্ষের আইনজীবি এই রায়ে অসন্তোষ প্রকাশ করে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বড় বোন ফাহমিদা কাকুলী বুলবুল। তদন্ত শেষে ওই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল ডা: কাদের খাঁনসহ ৮ জনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ সংক্রান্ত অস্ত্র আইনে দায়ের করা অপর একটি মামলায় গত ১১ এপ্রিল আদালত প্রধান অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল ডা: কাদের খাঁনকে যাবজ্জীন কারাদন্ডের আদেশ দেয়া হয়েছিল।

জনপ্রিয়

ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রকাশের সময়: ০১:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের ক্ষমতাসীন দলের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে এমপি লিটন হত্যায় জড়িত প্রধান অভিযুক্ত অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল কাদের খান সহ মোট সাত আসামীকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন।

আজ বেলা সাড়ে এগারটার দিকে কয়েক স্তরের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আসামীদের আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে হাজার হাজার মানুষ আলোচিত এই মামলার রায় শোনার জন্য অপেক্ষায় ছিলেন। যে কোন ধরণের অনাকাংখিত ঘটনা প্রতিরোধে আদালতে চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন ছিল।
এর আগে এই হত্যাকান্ডে জড়িত আসামীদের ফাঁসির দাবীতে আদালতের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোচিত এই মামলায় মোট ৫৯জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন জাতীয় পার্টির সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত কর্ণেল ডা: আব্দুল কাদের খান, তাঁর পিএস শামছুজ্জোহা, গাড়ী চালক হান্নান, ভাতিজা, মেহেদী হাসান, শাহীন, রানা মোট আট জন আসামীর মধ্যে কসাই কসাই বাবুল বিচারাধীন অবস্থায় অসুস্থ হয়ে কারাগারে মৃত্যুবরণ করে এবং আসামী চন্দন কুমার ভারতে পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পিপি শফিকুল ইসলাম শফিক এবং আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট মনজুর মোরশেদ বাবু। রাষ্ট্রপক্ষের আইনজীবি এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। রায় ঘোষণা হওয়ার সাথে সাথে আসামীদের আত্নীয় স্বজন আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বাদীপক্ষের লোকজন উল্লাস প্রকাশ করেন।

আসামী পক্ষের আইনজীবি এই রায়ে অসন্তোষ প্রকাশ করে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বড় বোন ফাহমিদা কাকুলী বুলবুল। তদন্ত শেষে ওই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল ডা: কাদের খাঁনসহ ৮ জনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ সংক্রান্ত অস্ত্র আইনে দায়ের করা অপর একটি মামলায় গত ১১ এপ্রিল আদালত প্রধান অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল ডা: কাদের খাঁনকে যাবজ্জীন কারাদন্ডের আদেশ দেয়া হয়েছিল।