
নাশকতা সহ বিভিন্ন অপরাধের নয়টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী শিবিরের সাবেক নেতা শাহীন প্রধান (৩২) কে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুর আনুমানিক দেড়টার সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাইবান্ধা শহর থেকে তাঁকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শিবির নেতা উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুস সামাদ প্রধানের পুত্র।
পুলিশ জানায়, ২০১৩-১৪ সালে গোবিন্দগঞ্জ উপজেলাধীন কোমরপুর এলাকায় যানবাহন ভাংচুর ও জ্বালাও -পোড়াও সহ শতাধিক নাশকতার ঘটনা সংঘটিত হয় এবং এ সকল ঘটনা গ্রেফতারকৃত শিবির নেতা শাহীন প্রধানের নেতৃত্বে ঘটেছে। সে বগুড়া সরকারি আজিজুল হক বিশ^বিদ্যালয় কলেজ শাখার শিবিরের সাধারণ সম্পাদক ছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত শিবির নেতা শাহীন প্রধান নাশকতা সহ নয়টি মামলার পলাতক আসামী এবং দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল।