
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ শুক্রবার ভোরে একটি প্রাইভেট কার সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তল্লাসী চালিয়ে কারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ২৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
জানাগেছে, রাত্রিকালীন ডিউটি করার সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ভোর সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর রোডের গোবিন্দগঞ্জ চাষকপাড়া এলাকায় বাঁধন পেট্রোল পাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিমান্ত এলাকা থেকে আসা টয়োটা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৪৮৪১) থামিয়ে তল্লাশী চালায়। কারের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। সময় পুলিশ প্রাইভেট কার সহ ঢাকা সভার কুরগাঁও মির্জানগর এলাকার গোলাম মাহমুদের পুত্র পেশাদার মাদক ব্যবসায়ী মেহেদী শেখ হীরা (৩০) কে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত মেহেদী শেখ হীরা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুরি ও মাদকের আরও দুইটি মামলা নাটোর ও বগুড়ার আদালতে বিচারাধীন রয়েছে।