আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

কলেজ ছাত্রী সহ আহত ৪

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

নিজস্ব প্রতিবেদক  :গাইবান্ধা সাদুল্লাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধেরর জের ধরে  প্রতিপক্ষের হামলায় শারমিন আক্তার নামের এক কলেজ ছাত্রীসহ ৪ জন আহত হয়েছে।

গুরুতর আহত কলেজ ছাত্রী বর্তমানে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের দেলয়ার হোসেন প্রধানের ছেলে লুডু প্রধান সঙ্গে দীর্ঘদিন একই এলাকার লাভলু প্রধান সঙ্গে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) বিকেলে লুডু প্রধান ও তাদের দলবল নিয়ে জোর পূর্বক লাভলু প্রধানের জমির ওপর লাগানো গাছ কেটে ফেলে। তখন লাভলু প্রধান তার স্ত্রী মনোয়ার বেগম ছেল আরিফুল প্রধান ও মেয়ে সাদুল্লাপুর মহিলা কলেজের এইচ এসসি ২য় বর্ষের ছাত্রী শারমিন আক্তার বাধা দিলে প্রতিপক্ষরা এলোপাথারি হামলা চালায়।

এতে মনোয়ার বেগম (৫০) শারমিন আক্তার(১৯) ও আরিফুল প্রধান (১৬) আহত হন।

আহতদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিলেও কলেজ ছাত্রী শারমিন আক্তারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতেলে স্থানান্তর করা হয়েছে বলে জানান  ডাক্তারা।

হামলার ঘটনায় আহতের বাবা লাভলু প্রধান বাদী হয়ে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মোস্তাফিজার রহমান বলেন, এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...