
দিনাজপুরের বিরামপুর সীমান্তে একটি দেশীয় ওয়ান স্যুটার গান, এক রাউন্ড গুলি ও ১শ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ দিনাজপুর। আটককৃতরা বিরামপুর সীমান্তের কাটলা বাজারের আজাহার আলীর ছেলে কুখ্যাত অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী মমিনুর ইসলাম মনির (৩৪) ও তার স্ত্রী মনিরা আক্তার (২৬)।
দিনাজপুর র্যাব-১৩ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, শনিবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যদের নিয়ে কাটলা বাজারে মনিরের বাড়ীতে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান স্যুটার গান, গুলি ও ১শ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী দুই জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃত মনির ও তার স্ত্রী মনিরার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলার প্রস্তুতি চলছে।