
হিলি প্রতিনিধি: হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১শ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মিঠুন, আল আমিন, শাকিল, শাওন, সাজু মিয়া, তাদের সকলের বাড়ি হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায়।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে চোরাকারবারীদল দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোররাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১শ বোতল ফেনসিডিলসহ ওই পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।