গাইবান্ধার পলাশবাড়ীতে অপহরনের ৫ ঘন্টার মধ্যে অপহৃত যুবককে উদ্ধারসহ তিন অপহরণকারীকে আটক করেছে থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি রাতে পৌরশহরের কালীবাড়ী বাজারে অপহৃত সজিব মিয়াকে (২৫) তার মামার কনফেশনারীর দোকান হতে অপহরণের উদ্দেশ্যে কৌশলে ডেকে নিয়ে যায় তিন যুবক। এরপর সজিবকে বেধরক মারপিট করে সজিবের মোবাইল থেকে পরিবারের লোকজনের কাছে নগদ ৫০ হাজার টাকা দাবী করে।
উক্ত টাকা না দিলে তারা সজিবকে হত্যার হুমকি দিতে থাকে। পরিবারের লোকজন কোন উপায় অন্তর না পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মতিউর রহমানের নিকট বিষয়টি খুলে বলে। পরে তদন্ত ওসি’র মতিউর রহমানের পরামর্শে অপহরণকারীদের বিকাশে ৫ হাজার টাকা প্রেরণ করেন। ওই টাকা বিকাশের দোকানে ক্যাশ আউট করার মধ্যে দিয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মতিউর রহমানের নেতৃত্বে এসআই তয়ন কুমার, সঞ্জয় কুমার, রাজ্জাকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরশহরের গৃধারীপুর গ্রাম হতে অপহৃত যুবক ও ওই তিন অপহরণকারীকে আটক করে।
অপহৃত যুবক সজিব মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আটক অপহরণকারীরা হলেন পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের ডাঃ মতিয়ার রহমানের ছেলে মুশফিকুর রহমান স্বজল (২৬), পশ্চিম গোয়ালপাড়া গ্রামের জাহিদুল ইসলাম মাষ্টারের ছেলে হারুনার রশিদ সৌরভ (২৬) ও উদয়সাগর গ্রামের শামসুজ্জামানের ছেলে রুবেল সরকার (২৫) অপহৃত যুবকসহ হাতে-নাতে আটক করে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরসহ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।