আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত জেরে আহত ৩ : থানায় অভিযোগ দায়ের

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিবাদমান কোন্দলের জেরে নারী-পুরুষসহ ৩ জন আহত হয়েছে। চিকিৎসার জন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিন ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পবনাপুর ইউপির পবনাপুর গ্রামের রবিয়াল মন্ডল গং এবং চাঁন মিয়া মন্ডল গং’দের মধ্যে জমি-জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন হতে কোন্দল চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রæয়ারি (শুক্রবার) দুপুরে চাঁন মিয়া গং’রা বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রবিয়াল মন্ডলের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করতঃ ঘরবাড়ি ভাংচুরসহ নতুন ইটের তৈরি ঘর ভেঙ্গে ফেলাসহ তাদের উপর হামলা চালিয়ে ৩জনকে রক্তাক্ত জখম করে। এতে রবিয়াল মন্ডলের ইটের তৈরি ঘর ভেঙ্গে ফেলায় ৪০ হাজার টাকার ক্ষাতিসাধন হয়েছে। আহতরা হলেন আবুল কালামের স্ত্রী তহমিনা বেগম (৩৫), রবিয়ালের ভাতিজি তারা মিয়ার মেয়ে তহমিনা খাতুন (২২) এবং ভাজিতা মৃত আতোয়ার রহমানের ছেলে আকতারুল ইসলাম (২৫)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাঁন মিয়া গং’রা রবিয়াল গংদের বিভিন্ন ভাবে মারমপিটসহ খুন-জখম ছাড়াও জোরপূর্বক জমি দখল করবি মর্মে হুমকি প্রদান করিয়া আসিতেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে রবিয়াল মন্ডল বাদী হয়ে চাঁন মিয়াসহ ৮জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...