
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শুক্রবার (৩ এপ্রিল) ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নিউজনাউকে এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন। তার বাসা নগরের দামপাড়ায়। আক্রান্ত রোগীর বয়স ৬৭ বছর এবং পুরুষ রোগী বলে নিশ্চিত হওয়া গেছে। সিভিল সার্জন আরো বলেন, শুক্রবার মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে একজনের রক্তে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।