আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ফেনীর ২৮ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি  : ফেনীর সোনাগাজী উপজেলায় করোনাভাইরাসের সংক্রশণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে বিভিন্ন বাজারের ২৮ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার দুপুরে পযর্ন্ত পৌরশহরসহ উপজেলার ওলামাবাজার, নবী উল্যাহর বাজার, মতিগঞ্জ বাস ষ্ট্যান্ড, মতিগঞ্জ বাজার, বক্তারমুন্সি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে হাদিষ্ট্যান্ড ও ভোরবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব। ইউএনও অজিত দেব বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ভাবে খাদ্যদ্রব্য, কাঁচাবাজারসহ কিছু দোকান নিদিষ্ট সময়ের জন্য খোলা রাখার নিদের্শনা রয়েছে। এছাড়া শপিংমলসহ গণপরিবহন এবং গনজমায়েত নিষিদ্ধ করার পরও দোকান খোলা রাখায় ২২ দোকানীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ব্যতীত বিনা কারনে সড়কে অবস্থান করায় ছয় ব্যক্তিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, অভিযানে দুইজন ব্যবসায়ীর কাছ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার জন্য মুচলেকা নেওয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান চলবে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...