আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা ঝুকি নিয়ে মোংলার যত্রতত্র চিংড়ি আহরন চলছে

বাগেরহাট প্রতিনিধিঃ করোনা সংক্রম রোধে সারাদেশে সরকারী নির্দেশনা মেনে মানুষ যখন নিজ গৃহে অবস্থান করছে আর সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে করছে চলাফেরা।তখন একেবারে ভিন্ন চিত্র মোংলার পশুর নদীতে।সরকারী সকল নির্দেশনা উপেক্ষা করে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ যত্রতত্র চিংড়ি পোনা আহরন করছে ওই নদীর কিছু অংশে। এতে করোনার সংক্রমন ছড়িয়ে পড়ার আশংখ্য করছেন সচেতন ব্যাক্তিরা।
মোংলা বন্দরের পশুর চ্যানেলের চিলা হইতে জয়মনি পর্যন্ত নদীর দুই কিলোমিটার এলাকায় চিংড়ি পোনা ধরছে নদী সংলগ্ন পাঁচ’শ নারী পুরুষ। করোনার সংক্রমন ঠেকাতে তাদের নেই কোন সর্তকামুলক ব্যবস্থা। সামাজিত দুরুত্ব,হাত দোয়া, মাক্স ব্যবহার নিয়ে কোন চিন্তা নেই তাদের মাথায়।
পোনা আহরনে থাকা রোজিনা বেগন,সিরাজ শেখ ও আবদুল কাইয়ুম এই তিন জনের সাথে কথা হয়। মাছ ধরার নিষিদ্ধ সময়ে,সরকারের ঘরে থাকার নির্দেশনা না মেনে,করোনার ঝুকি নিয়ে তারা কেন মাছ ধরছেন। সরাসরি উত্তর দেন, আমরা করোনায় মরবো না ,মরবো পেটের ক্ষুদায়। অবাবের তাড়নায় মাছ ধরতে নদীতে নেমেছি। প্রশ্ন করা হয়, সরকারী বেসরকারী কোন খাদ্য সহযোগীতা পেয়েছেন কিনা। রোজিনা বলেন, দুই কেজি চাউল,ডাল,তেল,আলু পেয়েছি। দুই দিনও চলবেনা। এমন হাজারো অজুহাত রয়েছে মাছ ধরতে থাকা ওইসব মানুষ গুলোর।
স্থানীয় জন প্রতিনিধি নজরুল ইসলাম(নজু মেম্বার) জানান,পর্যাপ্ত খাদ্য সহায়তা না পেয়ে নদী কুলের বাসিন্ধারা মাছ ধরতে নদীদে নেমেছে। তবে তাদের এই যত্রতত্র পোনা আহরনের কারনে করোনার সংক্রমন বাড়তে পারে ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাগেরহাট জেলা কমিটির সমন্ন্য়কারী নুর আলম শেখ বলেন,সারা বিশ্ব যখন করোনার সংক্রমন ঠেকাতে লক ডাইনসহ নানা কর্মকান্ড পরিচালনা করছে। তখন কোন সচেতনতা ছাড়াই প্রশাসনের নাকের ঢগায় যেনতেন ভাবে পশুর নদীতে পোনা মাছ ধরার কারনে দ্রুত করোনার সংক্রমন চড়িয়ে পড়তে পারে।
মরণঘাতক করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে মানুষ যখন নিজ নিজ ঘরে আবদ্ধ। তখন মোংলা জয়মনি নৌ থানার মাত্র আধা কিলোমিটারের মধ্যে যত্রতত্র নারী পুরুষদের পোনা আহরন কতুটুকু যৌক্তিক। এমন প্রশ্নের জবাবে নৌ থানার ওসি আবুল হোসেন শরীফ জানান,খাদ্যের অভাব রয়েছে,তাই হয়তো প্রশাসনের নজর ফাঁকি দিয়ে কিছু মানুষ পোনা আহরন করছে।তিনি বলেন, সকল অপরাধ শতভাগ নিয়ন্ত্রন করা যায়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...