আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরের বিধস্ত ক্যানেল মেরামতে রাতদিন কাজ করছে পানি উন্নয়নবোর্ড

 রংপুর প্রতিনিধি : দেশের সর্ববৃহত তিস্তা সেচ প্রকল্পে বিদস্ত ক্যানেলের পানিতে ডুবে থাকা রংপুরের তারাগঞ্জের পাঁচ গ্রামের পানি নেমে গেছে। প্রকল্পের তারাগঞ্জ, সৈয়দপুর, পারবতীপুর উপজেলার ৫ হাজার হেক্টরে বোরোর জমিতে পুনরায় সেচ কাজ পরিচালনা করতে পুরোদমে মেরামতের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।গতকাল মংগলবার রাতে রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জ্যোতী প্রসাধ ঘোষ জানিয়েছেন, সকাল থেকে ক্যানেলের ৭০ ফুট ভেঙে যাওয়া বাধ মেড়ামতের কাজ চলছে। করোনা ভীতির কারনে শ্রমিক সংকট দেখা দেয়ায় কাজে একটু শ্লথ গতি দেখা দিলেও সরকারের নির্দশে জরুরি ভিত্তিতে দুইটি খনন যন্ত্র, চেইন ডোজার একটি ও ২০ টি ট্রাকট্টর মাটি ভরাত কাজে নিয়োজিত করা হয়েছে। ৩০ লাখ টাকা ব্যয়ে দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করছে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃস্ন কুমার সরকার জানিয়েছেন, ক্যানেলের পানি ঢোকা ৫ গ্রামের একটি পাকা সড়কের তিনটি ভেঙে যাওয়া সড়ক ও একটি কাঁচা সড়ক মেরামত করতে ৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। এছাড়া পানিতে ডুবে থাকা ৩শ’ হেক্টর ফসলী জমির মধ্যে যেসব ফসল পুরোপুরি নস্ট হয়েছে তাদের দেয়া হবে বিশেষ প্রনোদনা। আগামী ২৪ ঘন্টার মধ্যে তিন উপজেলায় সেচের পানি সরবরাহ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। রোববার উপজেলার অনন্তপুর এলাকায় সেচ প্রকল্পের বগুড়া খালের বাম বাঁধ ভেঙে পানি ঢুকে পরে লোকালয়ে। এতে কূর্শা ইউনিয়নের অনন্তপুর, বিষ্ণপুর, ছোট দোলাপাড়া, ফরিদাবাদ ও পলাশবাড়ি গ্রাম পানিতে ছয়লাভ হয়ে যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...