আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকে উপচে পড়া ভীড়। সামাজিক দূরত্ব মানছেনা গ্রাহকরা।।প্রশাসন নীরব

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় গাইবান্ধার হাট-বাজারসহ বিভিন্ন স্থানে লোক সমাগম কমাতে প্রশাসনের নানা পদক্ষেপ দেখা গেলেও। তবে গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকে আসা গ্রাহকদের উপচে পড়া ভির জমলেও, নিরব ভূমিকা পালন করছেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় এই ব্যাংক শাখায় এমন চিত্র দেখা গেছে। সেখানে টাকা তুলতে আসা গ্রাহকরা কিছুতেই মানছেনা সামাজিক দূরত্ব।

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে নানা ধরণের নির্দেশনা দিয়েছেন সরকার এবং গাইবান্ধা জেলা প্রশাসন। প্রশাসনিকভাবে এ সংক্রমণ ঠেকাতে জেলাব্যাপী লকডাউন ঘোষণাসহ সকল প্রকার লোক জমায়েত নিষিদ্ধ রয়েছে। তবে এ নির্দেশানকে বৃদ্ধাঙ্গী দেখিয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংক শাখার গ্রাহকরা। তারা শারিরীক দূরত্ব বজায় না রেখে লেন-দেন করতে হুমরি খেয়ে পড়েছে। প্রতিদিন শত শত মানুষের সমাগম ঘটে এ শাখাটিতে। এর ফলে ব্যাংকাররাও সংক্রমণের ঝুঁকি নিয়ে গ্রাহকদের সেবা দিয়ে আসছেন।

ব্যাংকটিতে এমন পরিস্থিতিতে সংক্রমণ বিস্তারের আশঙ্কা করছেন সচেতন মহল। তাদের অভিযোগ এবিষয়ে উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেননি এবং ব্যাংক কর্তৃপক্ষ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আন্তরিক নয়।

এদিকে সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার কর্মরত একজন ব্যাংকার জানান, ব্যাংক ভবনের ভিতরে গ্রাহকদের দূরত্ব বজায় রাখতে বৃত্ত চিহ্ন দেওয়া রয়েছে। তবে ভবনটির প্রধান গেটে গ্রাহকরা ভির করে আসছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশ সদস্যরা চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...