আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

গাইবান্ধা সদরের বল্লমঝাড়ে খাদ্য সহায়তার দাবিতে রাস্তা অবরোধ করে কর্মহীন ক্ষুধার্ত শত শত মানুষের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ নামক স্থানে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কে করোনা পরিস্থিতিতে ঘরে থাকা এলাকার শত শত কর্মহীন, বুভুক্ষু মানুষ খাদ্য সহায়তার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। গাইবান্ধা শহরের পশ্চিম অংশে অবস্থিত বল্লমঝাড় ইউনিয়ন। এই ইউনিয়নের সিংহ ভাগ মানুষ শহর কেন্দ্রিক কর্ম করে জীবিকা নির্বাহ করে থাকেন। এদের মধ্যে- কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রী, রিকশা ভ্যান চালক, দর্জি ও কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে। তারা করোনা পরিস্থিতিতে গাইবান্ধা জেলায় লকডাউন ঘোষণার কমপক্ষে এক মাস আগে থেকেই শহরে যাতায়াত করতে না পারায় বেকার হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর শ্রেনীর কর্মজীবী এইসব মানুষের ঘরে নেই কোন খাদ্যের ব্যবস্থা। নির্ভরশীল একটি সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে জরুরি সরকারি সহায়তা পেয়েছে এই ইউনিয়নে মাত্র ৭০১ জন। বেসরকারি ভাবেও দেয়া খাদ্য সহায়তা শহর কেন্দ্রিক হওয়ায় এই ইউনিয়নের মানুষ এসব থেকেও বঞ্চিত রয়েছে। তারা পারছে না কারো কাছে গিয়ে হাত পাততে। সরকারি বরাদ্দও প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল হওয়ায় এলাকার মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে উপস্থিত বিক্ষুব্ধ অনেকই তাদের মতামতে জানান। সুতরাং জরুরি ভিত্তিতে এলাকায় খাদ্য সহায়তা প্রদানে ক্ষুধার্ত মানুষ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...