আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

অসহায় কৃষকের ধান কেটেদিল রোভার ইউনিট

গাইবান্ধা প্রতিনিধি : বর্তমানে করোনা ভাইরাসের মহামারিতে কৃষক আজ অসহায় হয়ে পরেছে। মাঠে পাকা ধান কিন্তু কাটতে পারছে না। শ্রমিকের সংকট এই অবস্থাতে কৃষকদের সহায়তা করার লক্ষ্যে গাইবান্ধা সরকারি কলেজ এর রোভার ইউনিটের সিনিয়র রোভার মেট মোঃ জুলফিকার রহমান রাসেল এর নেতৃত্বে গাইবান্ধা সরকারি কলেজ এর রোভার ইউনিটের ১৫ জন সদস্য নিয়ে বিভিন্ন জায়গায় কৃষকদের ধান কেটে দিচ্ছে। এই লক্ষ্যে আজ ০৩ রা মে ২০২০ হাট লক্ষীপুরের ১নং ওয়ার্ডের উত্তর গোবিন্দপুর গ্রামের বিভিন্ন কৃষকদের ধান কেটে দিচ্ছে রোভার স্কাউট সদস্যরা।
রোভারমেট মাহির আরিয়ান মাজেদ (প্রশিক্ষণস্তর) বলেন রোভার স্কাউটের মটোকে বাস্তবায়ন করার লক্ষ্যে দেশের সংকালীন মুহুর্তে স্বাস্থ্যবিভাগের সাথে কাজ করার পাশাপাশি অসহায় কৃষকদের পাশে থাকার উদ্যোগ গ্রহণ করেছি।
সিনিয়র রোভার মেট জুলফিকার রহমান রাসেল বলেন- আমি গাইবান্ধা জেলার সকল রোভার স্কাউটদের করোনার এই সংকটকালীন মুহুর্তে সকল অসহায় কৃষকদের পাশে দাঁড়ানো আহ্বান জানাচ্ছি।
সহচর রোভার স্কাউট মেহেদী হাসান অন্তর বলেন, সকল রোভার স্কাউটদের এই মুহুর্তে কৃষকদের পাশে থাকা প্রয়োজন তাই অসহায় কৃষকদের সহযোগিতা করতে আমরা সবসময় প্রস্তুত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...