আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

এন্তাজ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই আসামী গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুর নগরির ৩১ নং ওয়ার্ডের রডমিস্ত্রির ঠিকাদার এনতাজ মিয়া হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নিহতের মোবাইল ফোন উদ্ধার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নগরির রবাটসনগঞ্জ মন্ডলপাড়ার রাজমিস্ত্রী আবুল হোসেন, সাতমাথা রেলগেটের সাইদুল ইসলামের স্ত্রী নির্মাণ শ্রমিক মর্জিনা বেগম ও নগরির দক্ষিণ শেখপাড়া গ্রামের তমির উদ্দিন শুটকির ছেলে নির্মাণ শ্রমিক শাহ জামাল।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওসার পিপিএম ।
তিনি জানান, এনতাজ হত্যাকান্ডে পর পুলিশ রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে। এক পর্যায়ে শনিবার দুপুরে ওই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে নগরির ধর্মদাস ধান গবেষণা ইনস্টিডিউটের সামনে থেকে শেখপাড়া গ্রামের তমির উদ্দিনের ছেলে শাহ জামালকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে পরবর্তীতে ঘটনার সাথে জড়িত আবুল হোসেন ও মর্জিনা বেগমকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে শাহ জামালের বাড়ি থেকে এনতাজের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত আবুল হোসেনের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও আরপিএমপি তাজহাট থানার এসআই মামুনুর রশিদ মামুন জানিয়েছেন, গত শুক্রবার সকালে নগরির মধ্য শেখ পাড়া এলাকার ভূট্টা ক্ষেত থেকে নিহত এনতাজের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের ছেলে ইমরান হোসেন বাবু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তার পরেই অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জবানবন্দি অনুয়ায়ি নারী ঘটিত কারণে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...