
গাইবান্ধা প্রতিনিধিি:গাইবান্ধার সাঘাটা থানায় মারামারি সংক্রান্ত মামলা করে আসামীদের গ্রাম ছাড়া করার অব্যাহত হুমকিতে বাদী ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আজ মঙ্গলবার দুপুরে মামলার বাদী আব্দুল মজিদ প্রধান সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আসামিরা খুব দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকার কেউ কথা বলতে সাহস পায় না। তাদের নামে থানায় মামলা করলেও পুলিশ তাদেরকে ধরছে না। তারা প্রকাশ্য ঘুরছে, আর আমাকে ও পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। বিষয়টি থানা পুলিকে জানানোর পরে হুমকির মাত্রা আরো বেড়ে গেছে বলে জানান তিনি।
সাঘাটা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, বাদীকে হুমকি দেওয়ার বিষয়ে আমাকে এখনও কেউ জানায়নি। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা।
মামলা সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের কুকড়াহাট গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রধানের ছেলে আব্দুল মজিদ প্রধানের সাথে প্রতিবেশী মৃত জবেদ আলীর ছেলে আব্দুল হামিদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
এরই এক পর্যায়ে গত ২৯ এপ্রিল দুপুরে হামিদ গ্রুপ মজিদ প্রধানের বাড়ির সামনের রাস্তায় দাড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে বাধা দিলে মজিদকে আক্রমন করে তারা। এসময় মজিদের ভাই মজনু,ফরিদুল ও বোন মেরিনা বেগম উদ্ধারের জন্য আসলে তাদের উপরেও হামলা করে হামিদ বাহিনী। এতে মজনু,ফরিদুল ও মেরিনা গুরুত্বর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে।