
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজি দরের চালের কার্ড চেয়ারম্যানের পরিবারের ১৫ জনের নামে থাকার অভিযোগ উঠেছে। এ অভিযোগে চেয়ারম্যানের ভাইপোর ডিলারশিপ বাতিল করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, হবখালী ইউনিয়নে দুটি ডিলারের মাধ্যমে ৬১৮টি কার্ডের মাধ্যমে দুস্থ ও হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল বিতরণ করার কথা। এর মধ্যে ৩০৯টি কার্ডে চাল বিতরণ হয় চেয়ারম্যানের ভাইপো ডিলার মো. লিংকন রহমান এবং অপর ডিলার বাগডাঙ্গা বাজারে মো. জিন্নাহ মোল্যার এর মাধ্যমে।