আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

গাইবান্ধা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যত্ন প্রকল্পের নাম তালিকাভুক্ত করার জন্য উৎকোচ গ্রহনের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতির বিরুদ্ধে যত্ন প্রকল্পে(মা ও শিশু ভাতা)উপকারভোগির তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য ৬ হাজার টাকা উৎকোচ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধা সদর উপজেলার দৌলতপুর গ্রামের মমিনুর রহমান নামে এক ব্যক্তি প্রতিকার চেয়ে এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপ-পচিালকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

 

অভিযোগে জানা যায়, গত বছর ২৯ মে ২০১৯ তারিখে মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি যত্ন প্রকল্পে(মা ও শিশু ভাতা)নাম তালিকা ভুক্তির জন্য মমিনুর রহমানের কাছ থেকে ৬ হাজার টাকা নগদ গ্রহন করেন।কিন্তু পরবর্তীতে চুডান্ত উপকারভোগির তালিকায় নাম না থাকায় মমিনুর রহমান ও তার স্ত্রীর নাম না থাকায় তারা মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে ৬ হাজার টাকা ফেরত চায়। কিন্তু দীর্ঘদিন টাকা ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এরই এক পর্যায়ে গত ২৪ এপ্রিল ২০২০ তারিখে বিকেল ৫টার দিকে টাকা ফেরত চাওয়ার জন্য মহিলা ভাইস চেয়ারম্যানের বাসায় যায় মমিনুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতির কাছে মমিনুর রহমান টাকা ফেরত চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং এরপর টাকা চাইতে আসলে হাত-পা ভেঙ্গে দেবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতির সাথে মোবাইলে(01727317677)যোগাযোগের চেস্টা করা হলে তার স্বামী মোবাইল রিসিভ করেন। তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, একটি স্বার্থান্বেসী মহল ষড়যন্ত্র করে আমার স্ত্রীর বিরুদ্ধে যত্ন প্রকল্পের টাকা গ্রহনের অভিযোগ দিয়েছে।

 

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে গাইবান্ধায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ রোখছানা বেগম বলেন, অফিস সাধারণ ছুটি ঘোষনা হওয়ায় অভিযোগের বিষয়ে তদন্ত বিলম্ব হচ্ছে। তিনি আরও বলেন, সাধারণ ছুটি শেষ হলেই তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...