
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরের দাশপাড়া মোড়ে আজ ভোরে উন্মুক্ত জাযগায নিপা মন্ডল (২৪) নামে গৃহবধূ শিশু কণ্যা প্রসব করেছে। মোরেলগঞ্জ উপজেলার লক্ষীখালি গ্রামের হতদরিদ্র কৃষক অমৃত মন্ডল এর স্ত্রী নিপা মন্ডল (২৫) এর প্রসব বেদনা উঠিলে, তাকে চিকিৎসার জন্য তার পরিবার বাগেরহাট শহরের দাশপাড়া মোড়ে মুক্তি ক্লিনিকে নেওয়ার চেষ্টা কালে ক্লিনিকের সামনে রাস্তার উপর বাচ্চা প্রসব করে। পুলিশ এদের উদ্ধার করে মুক্তি ক্লনিকে ভর্তি করে। বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, জনৈক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিলে, আমরা শিশুসহ মাকে রাস্তা থেকে তুলে নিযে স্বাস্থ্য সেবা গ্রহনের জন্য স্থানীয় মুক্তি ক্লিনিকে ভর্তি করি। পরে বাচ্চার মায়ের স্বাস্থ্য সেবার জন্য কিছু পুষ্টিকর ফল ও বাচ্চার চিকিৎসার জন্য সামান্য আর্থিক অনুদান প্রদান করা হয়। শিশু বাচ্চার বাবা কৃষক অমৃত মন্ডল অন্যের জমিতে ধান কাটার জন্য বর্তমানে চিতলমারী উপজেলায় অবস্থান করছেন। মুক্তি ক্লিনিকের চিকিৎসক ডা: কাইউম জানান, মা ও শিশু উভয়ই সুস্থ আছেনে।