আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ফুলছড়ির তে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিকে মারপিট ও লাঞ্ছিত

ফুলছড়ি  প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত অবস্থায় এক নারী সিএইচসিপিকে মারপিট ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। আহত ওই সিএইচসিপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, ফুলছড়ি উপজেলার চরাঞ্চলীয় এরেন্ডাবাড়ী ইউনিয়নের আলগার চর গ্রামে গত ৯ মে কেরাম খেলাকে কেন্দ্র করে ফরিদুল ইসলামের ছেলে সামিউল ইসলামের সাথে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলামের বাকবিতন্ডা ও উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার পরের দিন বিষয়টি মিমাংসা করার জন্য স্থানীয়রা সালিশী বৈঠকে বসেন। বৈঠকে কোন্দলের বিষয়টি অমীমাংসিত হলে সামিউল ইসলামের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে শহিদুল ইসলাম ও তার পরিবারের লোকজনকে মারপিট করে। এক পর্যায়ে তারা ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত স্থানীয় অবিরন নেছা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও শহিদুল ইসলামের বোন হাসিনা আক্তারকে মারপিট ও শারিরীকভাবে লাঞ্ছিত করেন। হাসিনা আক্তার সহ আহতরা বর্তমানে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এদিকে ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের সংগঠন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন ফুলছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...