আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

গণউত্তরন

রামচন্দ্রপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে এলজিএসপি প্রকল্পের অর্থ আত্বসাতের অভিযোগে

নিজস্ব প্রতিবেদক  গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের মেম্বর মিজানুর রহমানের বিরুদ্ধে কাজ অসম্পন্ন রেখে প্রক্ল্পের সমূদয় অর্থ আত্বসাতের অভিযোগ উঠেছে।

জানা যায় গত ২০১৫ -১৬অর্থ বছরে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর হরিনসিংহা গ্রামের মধ্যপাড়ায় এলজিএসপির১ টি ল্যাট্রিন নির্মানের বরাদ্দ পায় এই ইউপি সদস্য ।এই প্রকল্পটির কাজ ২০১৬ ইং অর্থ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও প্রকল্পের পুরো টাকা সুকৌশলে তুলে নিয়ে আত্বসাৎ করেছেন।আজ অবধি প্রায় ৪ বছর গত হলেও আজো এই প্রকল্পের কাজ শেষ করেনি।
এলজিএসপি’র বরাদ্দের ৬০ হাজার টাকা কাজ না করেই কিভাবে উত্তোলন করলেন তা সচেতন মহলের বোধগম্য নয়।
এই বাজারের মানুষের উপকারে নেয়া এই প্রকল্পটি এখন মানুষের উপকারে না এসে বরং ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে।
বিষৃয়টি সম্পর্কে জানতে চাইলে আরেকজন ইউপি সদস্য বলেন বারংবার তাকে এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে তাগাদা দিয়েও কোন লাভ হয়নি, বিল উত্তোলনের সময় কম্পিউটারে ইডিট করে কাজ সম্পন্নের ভূয়া ছবি দাখিল করে সমূদয় অর্থ তুলে নিয়েছেন। আমরা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি।
কাজ না করে অর্থ আত্বসাতের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত ইউপি সদস্য বলেন কাজটি এতেদিন করিনি, তবে ২/৩ দিনের মধ্যে করে দেব।

এদিকে প্রকল্পের অর্থ আত্বসাৎকারী এই দূর্নীতি পরায়ন চতূর ইউপি সদস্যের বিরুদ্ধে প্রকল্প জালিয়াতির যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...