আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

গৃহবধূ শিল্পী বেগম হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেট প্রতিনিধি: সিলেটে গৃহবধূ শিল্পী বেগম হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকারীর কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার নিহত গৃহবধূ শিল্পী বেগমের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন।

বাঘাস্থ বটরতল বাজারে মানববন্ধনে তাওহীদুর রহমান শাহ্ এর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মুসলেহ উদ্দিন, সায়েম আহমদ, নিহতের ভাই ডাঃ আব্দুস সামাদ ও বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অন্যরা। বক্তারা অবিলম্বে সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

প্রসঙ্গত গত ১১ মে বাঘা ইউনিয়নের উত্তর মাঝের মহল্লার এনাম উদ্দিন দ্বিতীয় বিবাহ করার অনুমতি না দেওয়ায় স্ত্রী শিল্পী বেগমের গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর অভিযুক্ত স্বামী সহ ২জনকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...