আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

৬৮ কেজি গাঁজাসহ আটক-৭ !! নগদ টাকা ও ট্রাক জব্দ

নওগা প্রতিনিধি:  নওগাঁর মহাদেবপুরে ৬৮ কেজি গাজাঁসহ সাত জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা। সেই সাথে দুটি ট্রাক এবং নগদ এক লাখ টাকা জব্দ করা হয় । রোববার (১৭ মে) রাতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা মহাদেবপুর উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যাংক এশিয়ার সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে উপজেলা মৎস্য অফিসের এক কর্মচারীসহ সাত জনকে আটক করে।
আটকরা হলেন- মহাদেবপুর উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর এবং নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের রিপন হোসেন (৩৩), মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আলম ইসলাম (২৬), পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের সেকান্দার (৪৫), কুমিল্লার বুড়িচং উপজেলার কালীকৃষ্ণনগর গ্রামের শরীফ মিয়া (৩৪) রংপুরের কাউনিয়া উপজেলার শিবু পাঠানপাড়া গ্রামের আতাউর রহমান (২৮), নাটোরের সিংড়া উপজেলার কলম গ্রামের মাহাবুব (২৮) এবং শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দিঘীরপাড়া গ্রামের রাসেল মিয়া (২৭)।
সোমবার (১৮ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যাংক এশিয়ার সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে র‌্যাবের সদস্যরা। অভিযানে ৬৮ কেজি গাঁজা ও দুইটি ট্রাকসহ সাত জনকে আটক করা হয়। এসময় এক লাখ টাকাও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, রিপন হোসেন ২০০৫-২০০৬ সাল থেকে সক্রিয়ভাবে আন্তঃজেলা মাদকবিক্রেতা সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ২০১১ সালে সরকারি চাকরি পেয়ে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর পদে যোগদানের পর থেকে নিয়মিত মাদকের বড় বড় চালান কুমিল্লা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতা বজায় রাখে। আটকের পর আসামিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...