আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

প্রতিবন্ধীকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ করায় অবরুদ্ধ করে রেখেছে অভিযোগকারীর পরিবার কে

ষ্টাফ রির্পোটার: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্ৰামের আরিফুল ইসলাম নামের হত দরিদ্র এক প্রতিবন্ধীকে মারপিট করার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চললেও এখন অবধি মামলা করা হয় নি।

মামলার অভিযোগে জানা যায়, উক্ত গ্ৰামের প্রতিবন্ধী আরিফুল ইসলাম প্রতিদিনের মত গত ১৫ মে/২০২০ ইং শুক্রবার বিকাল ৫ টার দিকে ধান মাড়াই করা শ্যালো মেশিন বাড়ি থেকে বের করার সময় প্রতিবেশী মৃত করিম বক্স এর পুত্র গোলজার রহমানের টিনের ঘরের বেড়ায় লেগে সামান্য শব্দ হয়। এই শব্দ হওয়ার কারণে গোলজার ও তার স্ত্রী শাহানুর বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে উক্ত গোলজারের নিকটাত্নীয় পরিচয়ের একই উপজেলার লালচামার (পূর্ব সীচা) গ্ৰামের মৃত আমীন ব্যাপারীর পুত্র নুর আলম মিয়ার হুকুমে সে সহ তারা বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে উক্ত প্রতিবন্ধী আরিফুল ইসলামকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে মারাত্মক আহত করে। এ সময় প্রতিবন্ধী আরিফুল ইসলাম এর পক্ষের লোকজনের স্বর্ণের চেইনসহ কমপক্ষে ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে প্রতিবন্ধী আরিফুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করার জন্য অভিযোগ দাখিল করেছেন। আজ অভিযোগ দাখিল করার খবর পেয়ে উল্লেখিত আসামি বর্গ উক্ত প্রতিবন্ধী আরিফুল ইসলামকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। ফলে আরিফুল ও তার পরিবারের লোকজন অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...