আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ঘূর্ণিঝড আম্পানের তাণ্ডবে খুলনা বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ তে দাঁড়িয়েছে।

খুলনা প্রতিনিধি: ঘূর্ণিঝড আম্পানের তাণ্ডবে খুলনা বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ তে দাঁড়িয়েছে। এরমধ্যে যশোরে ৬ জন, সাতক্ষীরা ২ জন, ঝিনাইদহে ১ জন ও চুয়াডাঙ্গায় ২ জনের প্রাণহানি হয়েছে। খুলনা বিভাগীয় কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, বিভাগে ১৩ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এপর্যন্ত হিসেব অনুযায়ী আড়াই লাখেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছ। কয়েক হাজার মৎস্য ঘের ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক কিলোমিটার বেরিবাধ।

তবে বনবিভাগের ক্ষতির হিসেব এখনো পাওয়া যায়নি। বেশি ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের নিম্নাঞ্চলে ২৬ হাজার স্বেচ্ছাসেবক উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এদিকে জেলা প্রশাসনের পাশাপাশি নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...