আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

খাদ্য বান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চাল পাচারকালে ডিলার আটক

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির ফেয়ার প্রাইজের) ডিলার জিল্লুর রহমানকে চাল পাচারের অভিযোগে আটক করেছে পুলিশ।এসময় চাল পাচারের সাথে জড়িত নসিমন ড্রাইভার শাওন মিয়াকেও আটক করে পুলিশ।
জানা গেছে, শালমারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক নেতা এবং ১০ টাকা কেজি ফেয়ার প্রাইজের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার কর্তৃক চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে বগুড়া পাচারকালে শালামার ইউনিয়নের শাখাহাতি বালুয়া এলাকায় স্থানীয় জনগণ নসিমন ড্রাইভার কে চালসহ আটক করে, পরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট খবর পেয়ে অভিযান পরিচালনা করে ডিলারসহ নসিমন ড্রাইভার কে আটক করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ জানান,২২মে শুক্রবার দিনগত রাত আনুমানিক ১০টায় শালামার থেকে আমার কাছে ফোনা আসে।ফোনের মাধ্যমে চাল পাচারের তথ্য পাই। পরক্ষণে শালামারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ূব আলী সাথে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশসহ ঘটনাস্থলে যাই।
সেখানে গিয়ে লক্ষ্যকরি স্থানীয় জনগণ ১৪৩ বস্তা চাল এবং নসিমন ড্রাইভারকে আটক করে রেখেছে।আটককৃত নসিমন ড্রাইভারের সাথে কথা বলে জানতেপারি সে চালাগুলো শালামারা ইউনিয়নের ডিলার জিল্লুর রহমানের গোডাউন থেকে নিয়ে বগুড়া জেলার সোনাতলা নিয়ে যাচ্ছিল।পরে ডিলারের গোডাউনের গিয়ে ডিলারের মাষ্টার লিষ্টের খাতায় চাল উত্তোলন ও বিতরণের গড়মিল পাই এবং প্রাথমিক তদন্তে নিশ্চিত হই ঐ ১৪৩ বস্তা চাল ডিলার জিল্লুর রহমানের গোডাউন থেকেই পাচার করা হচ্ছিল।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন,১৪৩ বস্তা চাল পাচারের অভিযোগে ডিলার জিল্লুর রহমান ও চাল পাচারের সাথে জড়িত নসিমন ড্রাইভার শাওন মিয়াকে কে গ্রেফতার করা হয়েছে এবং চালসহ নসিমন গাড়ী জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জানা গেছে, ডিলার জিল্লুর রহমান শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আজাহার রহমানের পুত্র এবং নসিমন ড্রাইভার শাওন মিয়া বগুড়া জেলার সোনাতলা উপজেলার চপরগাছা গ্রামের আবু বক্করের পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...