আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

লুটপাট ভাংচুর মামলার মুলহোতা সাজু মেম্বার গ্রেফতার

গোবিন্গঞ্জ প্রতিনিধি : গত ২৫ মার্চ দফায় দফায় হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটনার মুলহোতা সাজু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাটে পাওনা টাকা এবং হাট ইজারাকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি এবং মোটর গ্যারেজে গত ২৫ মার্চ দফায় দফায় হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় ৩৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় এবং হামলার আহত হয় ১০ জন। এঘটনায় নাকাইহাটের ইজারাদার মেসার্স সান ট্রের্ডাসের মালিক সাদেকুল রহমান সান বাদী হয়ে ২৭জন নামীয় এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ আজ রবিবার ওই ঘটনার মূল হুকুমদাতা নাকাই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাজু মিয়াকে আটক করে। সাজু মিয়া কুঞ্জনাকাই গ্রামের আসকর আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, সাজুকে পুলিশ কুঞ্জনাকাই গ্রাম থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য, এঘটনার দিনই পুলিশ চারজনকে আটক করে। তারা হলো নাকাই পগইলের গোলজার মন্ডলের ছেলে আবু রায়হান মান্ডল (২৫), সাহেব আলীর ছেলে হাবিব মিয় (২৫), মহির উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৩৬) এবং ফুল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...