আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

 কালবৈশাখীর ছোবলে লণ্ডভণ্ড ঘরবাড়ি, বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশত ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। একই সঙ্গে গাছপালা ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিনে বুধবার  সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় বিধ্বস্ত ঘরবাড়ির আঙ্গিনায় ক্ষতিগ্রস্ত মানুষদের আহাজারি।

জানা যায়, গত দুদিনে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নসহ বেশ কিছু ইউনিয়নে দিয়ে কালবৈশাখীর দমকা হাওয়া ও শিলাবৃষ্টি বয়ে গেছে। এর তাণ্ডবে উড়ে গেছে টিনসেড ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা। একই সঙ্গে ক্ষয়ক্ষতি হয়েছে পাকা বোরো ধানের।

বিশেষ করে ভাগ্রাম ইউনিয়নের গঙ্গানারায়ণপুর (গাছুপাড়া) গ্রামের প্রায় ২০ বাড়ি লণ্ডভন্ড হয়েছে। এতে বেশ কিছু লোক আহতও হয়েছেন। এ সব পরিবারের মানুষেরা খোলা আকাশের নিচে বসবাস করছে। নতুন করে কীভাবে নির্মাণ করবেন ঘরবাড়ি, এনিয়ে দুশ্চিনতায় পড়েছেন তারা।

বিদ্যমান পরিস্থিতিতে স্ত্রী সন্তান নিয়ে চরম হতাশায় ভুগছে মানুষগুলো। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা দিতে এখন পর্যন্ত কোনো প্রশাসন কিংবা জনপ্রতিনিধি পাশে দাঁড়ায়নি বলে একাধিক সুত্রে জানা গেছে।

গঙ্গানারায়ণপুর (গাছুপাড়া) গ্রামের ক্ষতিগ্রস্ত আব্দুস ছাত্তার মিয়া বলেন, কালবৈশাখীর ঝড়ের বাড়ির সবকটি ঘরে ভেঙ্গে চুরামার হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। এমতাবস্থায় খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে।

কৃষক লতিফুল ইসলাম জানায় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে ক্ষেতের পাকা বোরো ধানের গাছগুলো হেলে পড়ে পানির নিচে চলে গেছে। এতে করে ফসল ঘরে তোলা অনিশ্চিত হয়ে পড়েছে।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু জানান, এ ঘটনায় বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। তাদের সহযোগিতার চেষ্টা করা হবে।

সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব বলেন, ক্ষতির শিকার মানুষরা আবেদন করলে, তাদের সহায়তা করা হবে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে হলে, তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...