আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

কাপ্তাইয়ে হাতির পায়ে পৃষ্ট হয়ে মোঃ শিপন নামে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

 রাঙ্গামাটি প্রতিনিধিঃ কাপ্তাইয়ের নেভী সড়কস্হ কাপ্তাই-রাঙ্গামাটি সড়কের ফরেস্ট ডেভেলপমেন্ট ট্রেইনিং সেন্টার (এফডিটিসি) এর পরিচালকের বাংলোর বারান্দায় শুক্রবার ভোর রাত ৩’টার সময় হাতির পায়ে পৃষ্ট হয়ে মো. শিপন মিয়া (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ি সুত্র জানায়, কাপ্তাইয়ের নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনীর আলী আজগরের ছেলে মো. শিপন মিয়াকে (মানসিক ভারসাম্যহীন) শুক্রবার সকালে এফডিটিসি’র বারান্দায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এসময় তার বুকে ও পিঠে অতিরিক্ত রক্তপাতের স্তুপ দেখা যায়। খবর পেয়ে কাপ্তাই ফাঁড়ি এস আই পিষুষ কান্তি ঘটনাস্থল এ গিয়ে স্থানীয়দের সহায়হতায় মরদেহ উদ্ধার করেন। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটির আঘাতের চিহ্ন দেখা স্পষ্ট বুঝা যাচ্ছে হাতির পায়ে পৃষ্ঠ হয়েই তার বুকে ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...