বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাওয়ার ট্রলির ধাক্কায় শিশু নিহত ঘাতক টলি ও চালক আটক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পাওয়ার ট্রলির ধাক্কায় এক শিশু নিহত।

এ ঘটনায় শিশুর বাবা ও মা আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ মে) উপজেলার সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ভাতগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিয়া জান্নাত (৭) সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের হোসেন আলী শিপনের মেয়ে। আহত হোসেন আলী ওরফে শিপনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলযোগে হোসেন আলী তার স্ত্রী ও মেয়ে বাড়ি থেকে বগুড়ার নন্দিগ্রাম যাওয়ার জন্য রওনা হন। পথে পিছন থেকে একটি শ্যালো ইঞ্জিল চালিত পাওয়ার ট্রলি মোটরসাইকেলটিকে স্বজোড়ে ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তায় সিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাফিয়া জান্নাত মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রলি ও তার চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয়

স্বপ্ন পুরন হতে চলেছে হার না মানা শিক্ষার্থী নাফিসের

পাওয়ার ট্রলির ধাক্কায় শিশু নিহত ঘাতক টলি ও চালক আটক

প্রকাশের সময়: ০৯:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পাওয়ার ট্রলির ধাক্কায় এক শিশু নিহত।

এ ঘটনায় শিশুর বাবা ও মা আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ মে) উপজেলার সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ভাতগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিয়া জান্নাত (৭) সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের হোসেন আলী শিপনের মেয়ে। আহত হোসেন আলী ওরফে শিপনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলযোগে হোসেন আলী তার স্ত্রী ও মেয়ে বাড়ি থেকে বগুড়ার নন্দিগ্রাম যাওয়ার জন্য রওনা হন। পথে পিছন থেকে একটি শ্যালো ইঞ্জিল চালিত পাওয়ার ট্রলি মোটরসাইকেলটিকে স্বজোড়ে ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তায় সিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাফিয়া জান্নাত মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রলি ও তার চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।