
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ মাদক কারবারিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি ও জুয়াড়িদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিনগত গভীর রাতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজার থেকে ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন। এরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলা পাঠের শেকড় গ্রামে সাইদুর রহমানের পুত্র রাজু ওরফে সাজু মিয়া (২৫) ও খাইরুজ্জামানের পুত্র সাইদুর রহমান ওরফে সাগর (১৯)। এদিকে, একই রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কঞ্চিবাড়ি ইউনিয়নের কালির খামার গ্রামের ফজলার মোড়ে জুয়া খেলার সময় সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেন। এরা হলেন- উক্ত কালির খামার গ্রামের গওছেল ব্যাপারীর পুত্র সাজু মিয়া (৪১), দরজ আলীর পুত্র লাবলু মিয়া (২৮), মন্টু মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩৭), আলিম উদ্দিনের পুত্র রাজা মিয়া (৪২) ও বেলাল হোসেনে পুত্র আঃ মতিন মিয়া (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম জানান, পৃথক অভিযানে গ্রেফতারকৃত ২ মাদক কারবারি ও ৬ জুয়াড়িকে আদালতে পঠানো হয়েছে। এঘটনায় থানায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।