আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

ভ্রাম্যমান আদালতে ৪ জুয়ারীর কারাদণ্ড

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জুয়া আইনে ৪ জুয়ারুকে ১০ দিন করে প্রত্যক কে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, গত ৩১ মে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলীর নির্দেশে এস.আই আবু সাইদ এ.এস.আই ওয়াজ কুরুনী, এ.এস.আই আল আমিন’র নেতৃত্বে একটি টীম ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা চরে অভিযান চালিয়ে ৪ জন জুয়ারুকে আটক করে।

পরে তাদের কে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন জুয়া আইনের বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক সাঘাটা উপজেলার চিথুলিয়া গ্রামের সাদা মিয়ার পুত্র মোঃ তাহেরুল মিয়া (২০)শাঙ্গিডাঙ্গা গ্রামের মৃত্য আব্দুল মজিদ মিয়ার পুত্র আব্দুল জলিল মিয়া (৫০) ফুলছড়ি উপজেলা গজারিয়া ইউনিয়নের নীল কুঠির গ্রামের সুলতান মিয়ার পুত্র মোঃ হাসান মিয়া (৩৫) গলনা আদর্শ গ্রামের মৃত মাহবুব মিয়ার পুত্র মমিনুল হক(৩০) প্রত্যেক কে ১০ দিন করে কারাদন্ড প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন।

 

উভয়কেই জেল শুনানো শেষে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...